অণুকাব্য – ৩৬

দারুণ শীতে কাঁপছে আকাশ, কাঁপছে ধরার মাটি,
নাই সোয়েটার, নাই তো কাঁথা, তোষক, মাদুর, পাটি।
আমরা পথের মানুষ
মূল্যহীন এক ফানুস
কেউ ভাবে না, কেমনে বাঁচাই আমার আদুল গাটি।।

০৭/০২/২০২৩ খ্রিঃ
ঢাকা

আসলো রে শীত

আসলো রে শীত ঝাঁপাইয়া
শহর নগর কাঁপাইয়া
শন্ শনা শন্ বইছে বাতাস
দরজা রাখো চাপাইয়া।

গুড় দে’ মুড়ি মাখাইয়া
সুরুৎ সুরুৎ চা খাইয়া
গরম রাখি শরীরটারে
রোদের দিকে তাকাইয়া।

কাজের হিসাব চুকাইয়া
কম্বলে মুখ লুকাইয়া
দুধপুলি আর চিতই চিবাই
মুখের ভিতর ঢুকাইয়া।

বারান্দাতে দাঁড়াইয়া
দু’ হাত দিলাম বাড়াইয়া
সূয্যিমামা উইঠা যদি
শীতটা দিতো তাড়াইয়া।।

০৬/০১/২০২৩ খ্রিঃ
ঢাকা

অণুকাব্য – ৩৫

তোমায় নিয়ে গল্প লিখি, তোমায় নিয়ে কাব্য,
শয়ন, স্বপন, জাগরনে তোমার কথাই ভাববো,
তুমি ছাড়া কে আর
আছে এ মন নেয়ার?
তোমার জন্য সারা বছর হৃদয় নদী নাব্য।

০২/০১/২০২৩ খ্রিঃ
ঢাকা

অণুকাব্য – ৩৪

এই আমি তো পুরান আমি, ছিলাম আগে যা তা,
ভুল হিসাবে ভরে গেছে জীবন নামের খাতা।
নতুন তো নয় কিছু,
ছুটছি মোহের পিছু,
বছর শেষে ওল্টে শুধু ক্যালেন্ডারের পাতা।।

৩১/১২/২০২২ খ্রিঃ
ঢাকা।

চলছে মেট্রোরেল

আগে পিছে বলল কে কী
যায় আসেনা কিছু,
সামনে গেলে অনেক লোকই
টানবে তোমায় পিছু।
উন্নয়নের ধারা দেখে
জ্বলবে কারও দেহ,
মরবে কেহ মনের জ্বালায়
গোসসা হবে কেহ।
নাক উঁচিয়ে বলবে যারা
এটা এমন কী রে?
সেসব মানুষ ঠাঁই নেবে ঠিক
আস্তাকুড়ের ভীড়ে।
দুর্মুখেরা যতই লাফাক
দেখাক যতই খেল,
বাস্তবতা ঢাকার বুকে
চলছে মেট্রোরেল।।

২৮/১২/২০২২ খ্রিঃ
ঢাকা

বেঁচে থাকে ভালোবাসা

আকাশের সাধ জাগে পৃথিবী ছোঁয়ার
পৃথিবীও আকাশকে খুব করে চায়,
দু’জনের মাঝে পথ যোজন যোজন
এক জীবনে তা কি পাড়ি দেয়া যায়?

তবুও আকাশ দেখে দূর থেকে চেয়ে
অঝোরে বৃষ্টি হয়ে কাঁদে তার আঁখি,
চন্দ্রিমা রাত আসে, আসে অমানিশা
একলা আকাশ যেন সাথীহারা পাখি।

তৃষিত ধরার বুকও করে হাহাকার,
দোরে এসে ফিরে যায় ফাগুনের দিন,
ফুরায় না দিনগুলো একলা থাকার
বিবর্ণ হয় যত স্বপ্ন রঙিন।

দু’জনের দেখা হয় প্রতিনিয়ত,
হয়তোবা কোনদিনও পুরাবে না আশা,
এভাবেই কেটে যায় অনন্তকাল
বুকের গভীরে বেঁচে থাকে ভালোবাসা।।

১৯/১২/২০২২ খ্রিঃ
ঢাকা

তোমার জন্য স্বাধীনতা

ছোট্ট খোকা তোমার হাতে
দিলাম পতাকাটি,
তোমায় দিলাম স্বাধীন দেশের
সবুজ শ্যামল মাটি।
এই পতাকা, এই যে মাটি
অনেক দামে কেনা,
রক্ত দিয়ে কিনেছিল
বীর বাঙালি সেনা।
শেখ মুজিবের আহ্বানে
অস্ত্র নিয়ে হাতে,
টানা ন’মাস যুদ্ধ করে
শত্রু সেনার সাথে,
বাংলা মাকে মুক্ত করে
আনল স্বাধীনতা,
কল্পনা নয়, আজগুবি নয়,
নয় সেটা রূপকথা।
অনেক ত্যাগের বিনিময়ে
ষোলই ডিসেম্বরে,
অবশেষে আসলো বিজয়
বাঙালিদের ঘরে।।

১৬/১২/২০২২ খ্রিঃ
ঢাকা

শতরূপা

স্বপ্নচারিনী প্রেয়সী আমার,
অমরাবতীর ফুল,
মেলো নীল আঁচল, খুলে দাও খোঁপা,
রেখোনা গো বেঁধে চুল।
বাতাসে বাতাসে পড়ুক ছড়িয়ে
দীঘল চুলের ঘ্রাণ,
তোমার তোমাতে হারাবো আমাকে
তুলে দেবো মন প্রাণ।
শতরূপা তুমি, আমার আকুল
হৃদয়ের আহবানে,
আনন্দলোক ছেড়ে পাড়ি দিলে
মর্ত্যলোকের পানে।
সেই কবেকার গোধূলি লগ্নে
হেমন্তের এই দিনে,
শত জনমের সাথী গো আমার
তোমায় নিয়েছি চিনে।
অনাদিকালের প্রনয় পিয়াসী
আমি যে স্বয়ম্ভুব,
তোমার অসীম প্রনয় সাগরে
আকন্ঠ দেই ডুব।।

১৩/১২/২০২২ খ্রিঃ
ঢাকা

অণুকাব্য – ৩৩

বছর তো শেষ, বাকি মোটে কয়েকটি দিন আর,
তোমার জন্য প্রেমের হাটে ফিফটি পার্সেন্ট ছাড়।
আগে এলে আগে পাবে হৃদয় আসনখানি,
জলদি করে বুক করে নাও, এসো হৃদয়রানী।। 

১১/১২/২০২২ খ্রিঃ
ঢাকা।

উষ্ণতা চাই

লাউয়ের মাচায় নাচছে ফড়িং,
ভ্রমর শিমের ফুলে,
আমলকী ডাল হীম বাতাসে
উঠছে দুলে দুলে।
ঝুঁট শালিক ওই ঠোঁট ডুবালো
মিষ্টি খেজুর রসে,
মাছরাঙাটা পোহাচ্ছে রোদ
হিজল শাখায় বসে।
আদর মাখা চাদরখানি
জড়াই ভালোবেসে,
মৌ মৌ মৌ পিঠা পুলির
গন্ধ আসে ভেসে।
ঘোর কুয়াশায় চারদিকে সব
ঝাপসা হয়ে ওঠে,
হঠাৎ দু’চোখ আটকালো তোর
গোলাপ গোলাপ ঠোঁটে। 
শিশির শিশির ঘাসের ডগায় 
মুক্তো মানিক হেম,
শীতটা আমায় উষ্ণ রাখুক
তোর দু’ঠোঁটের প্রেম।।

০৫/১২/২০২২ খ্রিঃ
ঢাকা